পীপিলিকার পাকা গজায় কখন
কোকিলের শেষ বসন্তের
গানে না
সুখে কি নৃত্য!!
মরনে কি নৃত্য!!!
বল বন্ধুরা।
রাজনৈতির বিশ্ব ময়দান
আজ মোদের বাংলাদেশ
কেউ কেউ ভারতবাদী
কেউ কেউ চীনবাদী
কেউ কেউ রাশিয়াবাদী
কেউ কেউ আমেরিকাপন্থী
বতমান শয়তান সরকার
পুরোপুরি ভারতীয় দালাল
দিল্লীকা লাড্ডু হাই!!!
গনতন্ত্র জবাবদিহি
সবার জন্য
দেশ মোদের
কারো দাদাগিরি
চলতে দেওয়া হবে না কখনও
হাজার শহীদের বিনিময়ে বাংলাদেশ।।
দালাল হটাও
দেশ বাঁচাও
গনতন্ত্র জনতন্ত্র রক্ষা কর
মাফিয়া হটাও।।