শীত এসে পড়ল
এখন হালকা
কিছু কিছু মানবের আয়োজন
মনে হয়
তারা সাইবেরিয়ায় এসেছে
বনভোজনে বার বার
মোটা মোটা গরম সইটারে
সব জায়গায়।।
গরীবকে মানুষ
মনে করে না
নানা পিঠা উৎসবের আয়োজনে
খাওয়ার পর খাওয়ার
তাদের কাছে
পৃথিবী মনে হয়
খাওয়ার রাজ্য।
আসুন শীতার্ত মানুষের
পাশে দাঁড়ায়
আসুন সাহায্যের
হাত বাড়ায়।