দেশ বাঁচাও চিৎকারে
গনতন্ত্র বাঁচাও চিৎকারে
আমেরিকার চাপে
বাংলাদেশ বড়ই মনকাচাপে
কিন্তু নানা ফাকাবুলি
মাঠগরমের রাজনৈতি হাওয়া জুড়ি
ছড়াছড়ি শেষ হচ্ছে না।।
রাজনৈতিতে আজ সাইকো রোগী
মাদার অফ জালিম ও মাফিয়া
সবার আগে মানবকন্যা
হেন কন্যা,তেন কন্যা।।
সে বড়ই সাইকো রাজনীতিবিদ
সাইকো রোগীর চিকিৎসা ফরজ
তেমনি সাইকো রাজনীতিবিদের
দেশ ও রাজনীতি নিষিদ্ধ করাও ফরজ।
নিজের ১০%কমিশন না থাকলে,
ভালো নিবাচন,
জবাবদিহিতা,
নিরপেক্ষতা ইত্যাদির
কথা শুনলেই সাইকো রাজনীতিবিদের
জীবন যায় যায় অবস্থা!!
বাপের কীতন,
নানা বাহারি,
ট্যাবলেটের চেতনা,
দলের কীর্তি,
নিজের কীর্তি ইত্যাদি শুনে
সাইকো রাজনীতিবিদের রোগ দূর হয়।।
মহান আল্লাহ ক্ষমা কর,
উন্নয়নের জালিম সাইকো-
রাজনীতির সরকারের গজব থেকে।।