আজ এতো কিছু
তবুও সমাজ
নিরব থাকে
এতো গোলামী আচরণ
ইংরেজ শাসন বিদায়
পাকিস্তান শাসন বিদায়
এখন দিল্লীর দাদারা
শাসন নিপীড়ন করে!!
তাবেদার ইজারাদার!!
শাসককে নিজের জিম্মায়!!
এতো গুন্ডা
এতো এজেন্ট
এতো গোয়েন্দা
সব ভাড়াটে খুনি!!!
কিসের আদশ
কিসের গন্ধ
সব যেন
টাকার গোলাম!!!
এতো নেতা পেলাম
নেতারা গোলাম থেকেই গেল!!!!
জাতির কণধার হতে পারল না
শাসকদের চামচামি (গোলামী)
জনগণের সাথে এক আচরন( বাংলা চিরায়ত নেতা)
শাসকের গোল টেবিলে আরেক আচরন!!!
গদির নেশা!!
মদের নেশা!
আফিমের নেশা!
চুরুট নেশা!!!!
কল্কি নেশা!!
বাংলার চিরায়ত নেতার
আসল রুপ!!!
নেতারা গলাবাজি
বিদেশে টাকার কুমির
বিদেশী ভালোবাসা
আমায় ভীষন কষট দেয়
আল্লাহ ভালো শাসক ও নেতা দেও
যারা দেশ ও তোমার জন্য নিবেদিত।
আমিন আমিন।।