মুখ ভেঙ্গানো
ভোটচোর এমপি
নানা ধরনের ছবি
বাংলাদেশের আনাচকানাচে
মানুষের চোখে
ক্যানসার রোগের
মত মনে হয়
৫০ বছরে
আজও দেখি
চোরের জাদুঘর ।

ভোট, সংস্কৃতি, ঐতিহ্য
আজ বেমানান
মানুষ ইবলিশ বাপবেটিকে
না জবাব দিয়েছে।।

যুগে যুগে
সৈরশাসকেরা ঘৃণার পাএ
খাম্বা বসিয়ে
টাকা চুরি
নানা মেগা প্রকল্পে
কোটি কোটি তহবিল
তছরুপ করেছে
ইবলিশের এমপিরা
অট্ট হাসিতে
দেশের স্বাধীনতা
আর রবে না
মনে হয়
৫০ বছর পরেও
আজও খুঁজি
ভোটের অধিকার
সেখানেও ভোটচোর।।