ভোট চোর
পাপীরা আজও
বুক ফুলিয়ে চলে
১৫ বছর
রাজত্ব কায়েম করেও
আরও ৫ বছর
তড়িঘড়ি সরকার গঠন।।
নিবাচনের ভোট
২% কিভাবে ৪০% হয়রে
অশিক্ষিত রাজনীতিবিদ
ভোটের চোরের
চোরের জাদুঘর
নানা মতবাদে
জাতির অভিশাপ
সবসময়ই গজবদের জন্য।
ভোট চোরের জাদুঘর
বাংলাদেশে ভাই
বিশ্বের মানুষকে
দেখার জন্য দাওয়াতও জানায়।