সুবিধাজনক কয়েকটি পরিবার
আজ আমাদের দেশ চালায়
সাথে কিছু কিছু ভারত তাবেদার
বাংলাদেশ শাসন করছে আজ।।
আমার মনে হয়,
এক ভারতের চিরকালের
নামজাদা, হারামী, জারজ, আজব প্রেমিকা
কিছু দালাল দেশসেবক নামধারীরা
কিছু দালাল সংবাদপত্র
কিছু দালাল জ্ঞানপাপীরা
মনে হয় ভারত তাদের
জীবন মরনের কেবলা।।
পানি বন্টন চুক্তি মহা তামাশা
বানিজ্য চুক্তি মহা তামাশা
সীমান্ত চুক্তি মহা তামাশা
শুধুই লোক দেখানো
নয় ছয় ছাড়া
সত্যি কিছুই নয়।।
ভারতকে বলি
সত্যি বার বার
এক দল নয়
এক পরিবার নয়
চামচা ক্যাডার নয়
তাবেদার, ইজারাদার নয়।।
বার বার বলি
লক্ষবার বলি
ভারতকে সতক করি
তোমরা সভ্য হলে
তবে বাংলাদেশের
জনগণকে সম্মান কর
তোমাদের বিপদে
বাংলাদেশের জনগনকে
সবসময় কাছে পাবে
কোন বাল ছালকে
যদু মধুকে
বিপদের কাছে
কখনও পাবা না।।