বইমেলার উৎসব বন্ধুগণ
মন নাচে মোর বন্ধুগণ
নতুন নতুন লেখকের বই
আমি দেখে ব্যাকুল হই
অভাবে সংসারে টানাটানি চলে
বইকেনার সময় আবেগ চলে
অনেককিছু মনে নাহি থাকে
এখন ভিন্ন ভিন্ন কিছু
চিত্র ছাড়ছেনা মোর পিছু
নানা ছলনার শিকার মোরা
বইমেলার উৎসব নামে মোরা
পাঠক বেশি বই মেলায়
মানসম্মত বই কম মেলায়
ভন্ডদের ভন্ডামির বইও চলে
কিছু কিছু পাঠকও পড়ে
তবুও মোদেরই বই মেলা
গৌরব কলংক মোদেরই ভেলা
আসো বন্ধুরা দল বেধে
বইমেলায় আবারও দেখা হবে
দেশ, সমাজ, সভ্যতা,ঐতিহ্য
বেশি বেশি নিজেদের জানো
বইমেলায় বইয়ের আড্ডায় বন্ধুরা
বেশি -বেশি বই উপহার দেও বন্ধুরা।।