চারিদিকে মিছিল
সকালে মিছিল
দুপুরে মিছিল
রাতে মিছিল।
সরকারী মিছিল
বাদপারী মিছিল
গনতন্ত্রহত্যা মিছিল!
আবার ব্যাংকডাকাতী!
আবার ভোটডাকাতী!
আবার রিজার্ভডাকাতী!
পাকহায়েনার আত্মা
মাদার মাফিয়া
কথায় কথায়
মিথ্যা মিথ্যা।।
মিথ্যায় নোবেল
ছাড়লে পাওয়ার
খাবে ইটপাটকেল
পাকহায়েনার আত্মা!!
মাদারমাফিয়ার আত্মা!!
বাপের কীতন
উন্নয়নের কীতন
মিথ্যা মিথ্যা
বস্তাপচা ওয়াদা।
আবার গনতন্ত্র
আবার মিথ্যা
মিথ্যা নিবাচন
ভুয়া নিবাচন
মুনাফেকি আবারও!!
বিশ্বাসঘাতক আবারও!!
মাদারমাফিয়া আবারও!!
শোডাউন দেও
গুডাবাহিনী দেখায়
চারিদিকে হায়না
নিবাচন হয়না
বুলেট বোমা!!!
নাটক থামেনা!!!!!
সরকারপুলিশ হায়েনা!!
পাকহায়েনা পাকহায়েনা!!
চারিদিকে হায়েনা।।