সবাই বন্ধু
নহে বাংলার দুশমন
বাংলার অগণিত
এখন বন্ধু পয়োজন
বন্ধুরা আর
কত ঘুমাইবা
যুগের হাওয়ায়
হাতে হাত মেলাও
বাংলাদেশের বিপদে
সবসময় বন্ধুর মতো আগুয়ান
নিজেকে ধ্বংস
করো না
সু সংবাদ
তোমার দরজায়
নিজেকে পরিবর্তন কর
সমাজ তো তোমাকে
নতুন করে সাজাতে হবে
সবাই মোরা বন্ধু
বাংলার চিরন্তন বন্ধু
বন্ধু হয়ে মোরা
কেন দেশ
ধ্বংস নিয়ে চিন্তা করি
সবাইকে মৈএী
বন্ধনে আবদ্ধ
কেন করতে পারি না
অন্য দেশকে কেন দেখি না
কেন শিক্ষা নিয় না
বিভিন্ন জাতি গোষ্ঠীর
বাস বাংলাদেশে
সবাইকে জাগাতে হবে
দেশপ্রেমের পরিসরে
চল চল ভাই
সবাই বন্ধু হয়ে যায়
এক বন্ধু নেতাই
কোন ফায়দা নাই
মোরা সবাই
বাংলার আজীবন
বন্ধু হয়ে
বাঁচতে চাই।।।