আজকের জয় চিরকালের নয়,
বস্তুপূজার লেখক,সাহিতিক,বুদ্ধিজীবীদের কয়,
পাশ্চাত্য চিন্তা লালনকারীদের দেরি নাহি সয়,
পুঁজিবাদ,সমাজতন্ত্র, গনতন্ত্র, নারীবাদ ও নাস্তিক্যবাদের ভয়াল ধাবা,
বার বার নানা রুপে দিচ্ছে হানা,
সমাজ দেখলে চেনা যায় না,
মানুষেরা নয়, বাস করে কঙ্কালেরা।
১) পুঁজিবাদ
কিছু দেশের কাছে সব দেশ জিম্মি
আমেরিকা, রাশিয়া,চীন মোরা জানি
পুঁজিবাদ আজ ভন্ডদের রোলমডেল
গরীব দেশ আরও গরীব
গরীব চুশে ধনী দেশ আরও ধনী
পুঁজিবাদ সত্যি ধ্বংসের রোলমডেল
বস্তা পঁচা উন্নত জীবনের জয়গানের
আরেক আজব গজব পুঁজিবাদ।।
২) সমাজতন্ত্র
নানা মতবাদে জীবন যায় যায়,
সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল রাশিয়ায়,
রাষ্ট্রের সব কিছু,
সবাই শ্রমিক,
শ্রেণি সংগ্রামের সমাধান।
কাল মাক্স আনল,
লেলিন একটু সফল হল,
মা ছে তুং একটু সফল,
স্তালিন সফল করতে রক্ত নদীতে।
কিন্তু সব চেপে রাখা ইতিহাস,
নেতা ও দলের মহা দুনীতি!!
শোষণ, নিপীড়ন, গনহত্যা!!
নাই জবাবদিহিতা!!
আনদোলন আর শ্রেণির সংগ্রাম,
রক্ত আর রক্ত,
অবশেষে বিদায় হল।
দানবের বিশ্ব জয়ে,
অথনীতির মুক্তির স্লোগানে,
রক্তে কলংকিত অধ্যায়,
আজ সমাজতন্ত্র চিড়িয়াখানায়।
৩) গনতন্ত্র
জনগনের জন্য, জনগনের নিবাচিত শাসন ব্যবস্থা,
আজ গনতন্ত্র জনতন্ত্র শাসন ব্যবস্থা,
মাকিন যুক্তরাষ্ট্র গনতন্ত্রের উদাহরন,
আজব গজব অন্ধের প্রলাপন,
গনতন্ত্র জনতন্ত্র আজও কাগজে আইনে।।
জনগণের সরকার,
এখনও গনতন্ত্রের নেই,
একদলীয়, বহুদলীয়
ক্ষমতা ভাগাভাগির আরেক নাম গনতন্ত্র।।
বস্তা পঁচা আইন,
সুশাসনে নিশ্চিততা ভঙ্গের,
আরেক নাম আজ গনতন্ত্র,
গনতন্ত্র আজও কারাগারে।।
৪) নারীবাদ
আজ নারীরা পিছিয়ে নায়,
এটা যেমন সত্যি,
উন্নয়নের জন্য অশেষ অবদান,
এটাও সত্য।
নারী পুরুষ সমান,
নারী পুরুষ ছাড়া বেমানান,
নারীবাদীরা পুরুষতান্ত্রিক সমাজের
সমালোচনার দিন পার করে।
নারীরা এখনও অত্যাচারের শিকার
আজ তো পুরুষরাও বেশি অত্যাচারের শিকার
সংবাদপত্রে প্রকাশিত কম হয
নানা ষড়যন্ত্রে নারীবাদীরা
সমঅধিকার ও সমাধান তারা দেয়,
নারীবাদ আজ ক্যানসার রুপে সমাজের,
একক আধিপত্যের সমাজ চায়,
পুরুষ ছাড়া সমাজ চাই।
৫) নাস্তিক্যবাদ
খোদা,তার রাসুলের কথা,
নানা যুক্তিতে ধমকথা,
যাদের শুনে আসে চুলকানি,
চরম কোষা,চরম বমি বমি,
তারা আজ মুক্তিবাদী,যুক্তিবাদী
আর বেশিই বেশি নাস্তিক্যবাদী।।
নানা রঙের আজব গজব,
বিজ্ঞানের উন্নয়নে গালগল্প শুনিয়ে,
নানা দশনের যুক্তিতে,
সমাজ পরিবর্তনের স্লোগানে।।
ধম থাকবে না,
কোন আচার থাকবে না,
সভ্যতা সংস্কৃতি থাকবে না,
কোন জীবনবোধ থাকবে না।
ঈশ্বরহীন পৃথিবীর স্বপনে
নাস্তিক্যবাদীরা নানা যুক্তিতে
নব নব ষড়যন্ত্রে।।
বস্তুবাদ গজববাদ,
নিপাত যাক নিপাত যাক,
বস্তুবাদের আশিবাদ পাবার আশায়,
কিছু খলনায়ক লেখকরা,
জীবনভর সাধনায় গবেষণায়।
তাদের রচনা পড়লেই পাবেন,
তাই বন্ধুগন হও সাবধান।
বই পড়,
ক্ষতি নাই,
জেনে শুনে পড়,
নিরপেক্ষ থাকো,
এটাই মনে হয় সমাধান।।