বন্ধুগণ গৃহযুদ্ধ আসন্ন
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)

পৃথিবীর সত্যি
আজব দেশ
আজব গনতন্ত্র
জবাবদিহি ও শাসনতন্ত্র।।

সরকারের মহান আসনে
বিশ্ব মিডিয়াতে
ইনিয়েবিনিয়ে হায়রে
গজব উন্নয়ন
আজব উন্নয়ন
রংতামাশা প্রচারে
বাপরে বাপরে
হায়রে হায়রে।।

কেউ কেউ
বলছে লাইন ছাড়া
আবার বলছে
লোগি বৈঠা চলবে।।

কেউ বলছে
আগুন জ্বলবে
মোরা দেখি
নিষ্পাপ জনগণ
যারা রক্তের নামে
দর চায়তে জানে।।

হায়েনা সরকার জ্বলছে
বিরোধীরা জ্বলাবে
তুমি (জনগণ) মন দেও নিজ চর্চায়।

সরকার তেলে ভিজছে
পানিতে ভিজবে
জনগন কিন্তু
দাম চায় কিছু শস্যের।।

তোমরা মিশবে
বিরোধীরা আরও মিশবে
যত নির্বান্ধবই হোক
হায়েনা সরকার।

গুলির শব্দ
উন্নয়নে আহত নিহত
স্যাংশন আর স্যাংশন
উন্নয়ন আর উন্নয়ন
তারই আজব গজব
ধোঁয়া উড়ছে
ধোঁয়া উড়বে
এই কারনে মহালুট
বাংলাদেশের দরজায় গৃহযুদ্ধ।।

হায়েনা সরকার উন্নয়নে
নিজে মরছে আর
মনে মনে পুড়ছে
ওরা পুড়বে
জনগণ তুমি ঈর্ষার
পানিতে মুখ ধোও।

সরকার ও গজব বাহিনীর
গুলি ঝরছে
গুলি ঝরবে
আরও নির্মেদ হবে বন্দুক।।

সরকারের কমী ও দালালরা
মারছে,কাটছে,
টাকার কুমির হচ্ছে।।
জনগণ মরছে
বিরোধীরাও অকাতরে মরছে
হায়েনা সরকারের সত্তা
সবসময় মৃত!!
মনে রেখো বন্ধুগণ!