বই
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক(উত্তরের পথিক)
বই পড়
জান সকলে
সবার আগে নিজেকে
বইয়ের পাতার গন্ধ
জগতে নানা বিপ্লবে আজ অন্ধ
রাখ না ভাই
এতো বিপ্লব
শান্তি নাই
বিপ্লব দিয়ে মঙ্গলে যেয়ে
ঘাস কাটব নাকি ভাই।।
বই স্বপন দেখায়
মানুষ বানায়
জ্ঞানের আলো জালিয়ে
জগত করে আলোকময়।।
বইয়ের জ্ঞানে
নতুন সূর্যলোক
ফুটে নানা ফুল
সুবাসে বিমোহিত জগতময়।।
মওলা বলেন
সব মানুষের জ্ঞান অজন করা ফরজ
অনেক পাগল ছাগল বলে,
"বই বলে ভয় দেখায়
বই মানুষকে অন্ধ করে"
বই মানুষকে বুদ্ধিমান ও
মুক্তির পথ দেখায়।।
দুনিয়া ও আখিরাতে
মুক্তির তরে
বই নেয় বন্ধুরা হাতে
নাজাত দরকার
বই পড়
মুক্তি আসবেই ইনশাআল্লাহ।।