সকাল থেকেই আকাশে
কালো মেঘের আনাগোনা
মাঝে মাঝে মেঘের গজন
বৃষ্টি হবে হবে ভাব
একটু একটু গরমও লাগছে
একটু পরেই
শুরু হলো বৃষ্টি
যার অপেক্ষায় আমরা
বৃষ্টির সাথে
মিষ্টি হাওয়া বইছে
বৃষ্টি নিয়ে আসে
আমাদের জীবনে
নানা ছন্দ
জীবন হয় রঙিন
আরও ভালো
বৃষ্টি তো একটি ছন্দ
এই ছন্দের তালে
জীবন হয়
আনন্দময় আরও
চারিদিকে টপটপ
বৃষ্টিরও শব্দ
কী মধুর শব্দ
জীবনে আসে নানা ছন্দ
গরীব মানুষের কথা
মনে হলে
কষ্ট লাগে
তারা সুবিধা পায় না
পকৃতি জীবন ফিরে পায়
বৃষ্টির ছন্দে।।