লেখতে কষ্ট হয়
ঘুমে শরীর চলছে না
পরাজিত হলাম
ঘুমে তলিয়ে গেলাম
হঠাৎ যেন
মিষ্টি হাওয়ায়
শরীর যেন
নতুন কিছু পেলো
তারপর মেঘের
কান্না আর কান্না
একটু পরেই
শুরু হলো
বৃষ্টি আর বৃষ্টি
বৃষ্টিতে ভিজতে
খুব ইচ্ছে করছে
সব যেন
ইচ্ছায় থেকেই গেল
সারা রাত
বৃষ্টির কান্না দেখে
কাটলো সময়
ফজর হলো
তবুও বৃষ্টি
আকাশ পানে
দেখে বললাম
বৃষ্টি তোমার কান্না থামাও।।