দেশে দেশে
নানা নাটকে
নানা কাকার
নানা হাহাকার
চারিদিকে বিশ্বাসঘাতক
বাংলাদেশেও প্রচুর।

নানা বন্ধু নানান মোড়কে
বাতির সামনে আলো
বাতির পিছনে অন্ধকার
আর মায়াকান্না ও ছলনার
রহস্যময় ইতিহাস।

আমরা কম জানি
বিশ্বাসঘাতকের ইতিহাস
আবেগের দুর্যোগে
কখনও কখনও
সত্যি সত্যিই
কথা মানতে বাধ্য হই
ইতিহাস নামে যা গেলানো হয়
সত্যি হাস্যকর।