কি হল আজব গজব
হাতি পাতি
নেতা খেতা
বালিশ বিছানা।।

কাজে কথায়
জোর করে
নোবেল পুরষ্কার দেওয়া উচিত
সকালে একরকম
দুপুরে আরেক
রাতে অন্য মানুষ
মানুষরা সত্যি বিফল।

নানা নেতার
নানা কথা
একেক সময়
এক এক কথা
দেশ স্বাধীন
পতাকা সাধীন
জনগণ সাধীন নয়
অপরাজনীতির শিকার
বার বার।।

পএিকাগুলো আজ
সত্যি ধামাধরা
শাসকের পক্ষে
মনে হয় জীবন দেবে তারা
জনগণ বিফলে।।

আদশের কথা বলে বলে
উন্নয়ন উন্নয়ন উন্নয়ন
জিকির তুলে
নিজ দলের
নিজ দাস সেবকের
পকেটের উন্নয়ন উন্নয়ন
জনগণ সত্যি বিফলে।।