ঢাকা মিছিলের শহর
চারপাশে হাহাকার
নানা যুক্তি ও মতাদর্শের
বিপ্লব আর বিপ্লব
কেউ কেউ
উন্নয়ন তসবিহ গোলায়
কেউ বাবা নামের
তসবিহ জপে
দিনে রাতে।।

ভোট চোর
ভোট চোর
স্লোগানে স্লোগানে
গনতন্ত্র জনতন্ত্র
আবার আসুক বাংলাদেশে।।

ঢাকা মিছিলের শহর
মানুষের ভোটের অধিকার ফেরাও
আন্দোলন ও  আবেগে
দেশ বাঁচাতে
আর নয় ভারতের গোলামী
আর নয় বিদেশি গোলামী।।