আজ মনে হয়
সত্যি আনন্দের দিন
হামাস ভাইয়েরা
কাঁধে কাঁধ মিলিয়ে
মাতৃভূমির তরে
অকাতরে জীবন
বিলিয়ে দিচ্ছে।।
বার বার আযান দিতে
ইচ্ছে করে
বার বার সালাম
তোমাদেরকেও
শহীদ গাজীদেরকেও
ধ্বংস হউক
শয়তানের ঝান্ডাধারীরা
মিষ্টি মিষ্টি কথা বিক্রেতা
ধ্বংস হউক ইসরায়েল।।
গনতন্ত্রের বুলি
বিক্রেতা আমেরিকা, ইউরোপ
বন্ধুর বিরহে
অকাতরে কান্না আর অভিমানে
পাগল ছাগল বয়ানে বার বার।।
বার বার আযান দিতে
ইচ্ছে করে
সব মুসলিম এক হও
মুসলিমদের বিরুদ্ধে
আর কেউ ষড়যন্ত্র না করতে পারে
সবাই মোরা
কাবার প্রভুর গোলাম।।
আরব ইসরায়েল যুদ্ধে
মুসলিমদের পরাজয় নয়
নব নব শক্তিতে
ধ্বংস কর মাফিয়া ইসরায়েলকে
আললাহ আমাদের সহায় হউক
আমিন আমিন আমিন।।