বাতাস কাঁদে
মোঃ সোহাগ প্রামানিক (উত্তরের পথিক)
১)
এখন আমার সময় শেষ,
বেঁচে রও তুমি,
নিরমল বাতাস,
যে কাঁদে আর ফরিয়াদ করে।
কাঁপায় গৃহকে,
আর বনভূমিকেও,
প্রতিটি সভ্যতার বৃক্ষকে,
আলাদা আলাদা করে,
বাঁচার তাগিদে একত্র করে সবাকেই।।
২) সেই বাতাস আজ নিখোঁজ,
অমানবিক নির্যাতনের শিল্প সংস্কৃতি,
মানবের সীমাহীন সুখের বলি,
ববর নগর সভ্যতা।।
৩)
উগ্র আধুনিকতাসহ
সীমাহীন রোগে রোগাক্রান্ত।
বাঁচার আকুতি,
আর্তচিৎকারে বাতাসের কাঁপুনির,
যেন কোনও পাল-তোলা,
জাহাজ-কাঠামো চলমান।।
৪) মিষ্টি বাতাস
উপসাগরের তীরে ফেলতে নোঙর;
ঝাঁকায় তাদের।
কোনও দুরভিসন্ধি নিয়ে নয়,
লক্ষ্যহীন ক্রোধ নিয়ে নয়।।
মিষ্টি বাতাসে
বরং তোমাকে দিতে খুঁজে।
ওর বেদনাবোধের থেকে—
ঘুমপাড়ানিয়া কোনও গানের আলাপ।
৫)
বাতাসের তীব্র কান্না,
তীব্র আকুতি,
মানব সংসারে
কোন দাম নাই।
ধ্বংস হয় সব,
তখন মানবের আহাজারি।
পরিবেশ বাঁচাও,
সভ্যতা বাঁচাও
নিজে বাঁচোও।
সমাজ বাঁচাও,
বাতাসকে আরও,
কাদিও না।।