বাংলাদেশের কিছু কিছু বেদনার ও অনূভুতির কথা (সত্যি, সবাই কি এই বাংলাদেশ চেয়েছিলাম)

মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)

##
সত্য কথা
এখন কালচার নয়
মিথ্যা ওয়াদা ও ধোঁকার রাজত্ব
সেটা সংস্থা, দেশ,পরিচয় বা পরিবার
যাই,বল না কেন
এমন দেশ কেউ চায় নি
এমন দেশ এমনিতে হয় নি
শাসকরা ছলনা আর বেশি বেশি
নীতি কথার বহর শুনিয়েছেন
এমন দেশ চায় নি
কিন্তু হয়ে গেছে!!!

##

সত্য, বলতে বলতে
মানুষরা রুপকথার ফিনিক্স মনে করে
আমরা রাস্তায়, চায়ের বা নাস্তার আড্ডায়
যখন আমরা বসি মুখোমুখি,
সত্যি, আমাদের  মুখ,আঙুল  হৃৎপিন্ড
মিথ্যাবাদী নেতার মতো
তোতা পাখির বকরে বকরে কাঁপতে থাকে।।

নানা যুক্তি ও ভাবনার
সাথে আশা আর আশা
কিন্তু  দশটি আঙুলে,
আমাদের ঠোঁটের গোলাপ
ভিজে ওঠে আরক্ত ভোরের শিশিরে,
যখন আমরা আশ্চর্য আঙুলে জ্বলি,
যখন আমরায় পরষ্পরের স্বাধীন স্বদেশ।।

##
তোমাদের বার বার অনুরোধ করছি
কখনও ভুলেও,
আমাকে তুমি বাংলাদেশের কথা জিজ্ঞেস করো না;
আমি বলতে পারি না
কান্না আসে
রক্ত গরম হয়
আমি তা মূহূর্তেও সহ্য করতে পারি না,
অনেক কারণ রয়েছে
আজ নয় বন্ধুগন।।

কেন তোমাকে মিনতি করি
কখনো আমাকে তুমি বাংলাদেশের কথা
ভুলেও কষ্ট দিয়ো না
জানতে চেয়ো না কখনও
তোমরা সত্যিকারের কথা শোন,
নষ্টভ্রষ্ট আমরা  যেমন
তেমনি দেশকেও করেছি
বার বার বলছি।।

##
নিজ দেশের ছাপ্পান্নো হাজার বর্গমাইলের কথা,
ছলনার বেড়াজালে সাধু,ভন্ড, চিটার, আস্তিক, নাস্তিক তাদের রাজনীতি,অর্থনীতি, ধর্ম, পাপ, মিথ্যাচার, পালে পালে মনুষ্যমন্ডলি, জীবনযাপন, হত্যা, ধর্ষণ আর কত কিছু!!!!

##
আধুনিক,প্রাচীন,মধ্যযুগ
অপরাধ সেতো অপরাধ!!
দেশের আকে বাকে
দিকে দিকে অন্ধ,নাস্তিক,
ছো-কল বুদ্ধিমান, মূখ্য
যে মতন হউক না বন্ধুগণ
যে যে মতোন যাত্রা সম্পর্কে
কখনও কখনও প্রশ্ন
ক’রে আমাকে পীড়ন কোরো না;
সত্যি,  আমি তা মুহূর্তেও সহ্য করতে পারি না, বন্ধুগণ অনেক কারণ রয়েছে ।

##
বার বার বলছি
জাতির আব্বা, আম্মা বা কণধার কে কে
কি দিয়েছে জিজ্ঞেস কর না
সব সব ছলনা আর ভনডামীর কাঙাল
তোমাকে মিনতি করি কখনো আমাকে তুমি বাংলাদেশের কথা তুলে কষ্ট দিয়ো না।

##
বার বার বলছি বন্ধুরা
কখনও জানতে চেয়ো না তোমরা
নষ্ট ভ্রষ্ট দেশ আজ
কারন অজানা নয়
কিন্তু বলতে পারব বা
বাকশালি শাসকরা গুম, খুন,মামলা একাকার করবে
সত্যি গনতন্ত্র তখন
ছাপ্পান্ন হাজার বর্গ কবরস্থান
স্যাংশন আর স্যাংশন
দেশ,শাসক আর মানুষ
মাইলের কথা: তার অপরাজনীতির
অর্থনীতি, ধর্ম, পাপ, মিথ্যাচার, পালে পালে মনুষ্যম-লী
আজও জীবনযাপন, হত্যা, ধর্ষণ
মধ্যযুগ নয়
প্রাচীন নয়
আধুনিক নয়
পাপ তো পাপ
তোমরা দিকে অন্ধের মতোন যাত্রা সম্পর্কে
বার বার প্রশ্ন করে আমাকে পীড়ন কোরো না।।

##
বাংলাদেশের ধানক্ষেত এখনো সবুজ,
নারীরা এখনো রমনীয়, গাভীরা এখনো দুগ্ধবতী,
কিন্তু প্রিয় বাংলাদেশের কথা
তুমি কখনো  আমার কাছে জানতে চেয়ো না;
সত্যি,  আমি তা মুহূর্তেও সহ্য করতে পারি না,
আসলে,অনেক কারণ রয়েছে
শোন তব, শাসকরা নানা বাড়ির মত
আদর করবে
আললাহ হেফাজত কর
শাসকদের বুদ্ধি দেও
শাসকরা মানবের কবে হবে!!