আজ আর
কান ডোল হয় না
কানকাটা রমজান ও
হতে হয় না
শাসকরা করল
ছলনা আর ছলনা
এতো করল
উন্নয়ন উন্নয়ন ছবকে
এতো মিথ্যা ওয়াদা
এতো রক্ত
এতো রক্ত
এতো আহাজারি
এতো হাহাকার চারিদিকে।।
তবুও মিথ্যা কথা
মিথ্যা সংবাদ
ছলনাময়ীর মানবতার
জয়গানে কিছু ইবলিশ ভক্ত।
বাপ ছিল ভারতপন্থী
মেয়েও হল ভারত দালাল
সব জায়গায়
দাদাই জয়গান।
ভারত দাদাকে
যা দিয়েছি
আজীবন মনে রাখবে
পাগলের সুখ মনে মনে
৪থ বার মিনিস্টার হয়ে
নিজেকে গভবতী মনে করছে
ভারত স্বামীর সন্তান
নিজের পেটে মনে করছে
বাংলাদেশ গনতন্ত্রহীন করে।।