বাংলাদেশের রুপকার ও যাদুকর
১৯৪৭ সালে নতুন করে বাঁচার
১৯৫২ সালে নতুন নতুন আশার ভাষার
১৯৬৯ সালে আশায় আর আশায়
১৯৭১ সালে নব সাধীন দেশের সন্ধানে
সত্যি, পার হয়ে কত রক্তের নদী
কত সে ত্যাগের সাগর
বাংলাদেশ আমাদের
আললাহর সেরা উপহার।।
তোমরা এসেছিলে
এককভাবে নয়
সবার অবদানে দেশ মুক্ত হয়
তোমরা যাদুকর!
তোমরা রুপকার
ভাসানী, জিয়া,ওসমান,মুজিব
কে কে রুপকার!!
কে কে যাদুকর!!
কে ভাষনে ও নেতৃত্বে (ভাসানী)
কে নেতৃত্বে (জিয়া/ভাসানী)
কে ভাষনে(মুজিব)
কে সামরিক বাহিনীতে (সেনা-নৌ-বিমান/মুক্তিযোদ্ধা)
কোন রূপ-লোকে ছিলে
রূপকথা তোমরা,
আসল নকল চিনেছি তোমাদের
(কথা দেওয়া নেতা)
কেউ কেউ করাচি
কেউ কেউ কলকাতা
কেউ কেউ দিল্লি
কাচ্চি, বিরানী, নব নব শপিং
এমন নেতা গজব বাংলার মীরজাফর
রূপ ধরে এলিয়ে এই মমতার ভুঁই।
নবনীতে সুকোমল লাবণি লয়ে
এলিয়ে তোমরা অবনীতে দিগ্বিজয়ে।
কত সে তিমির-নদী পারায়ে এলি-
নির্মল নভে তোমরা চাঁদ এনেছ।
আমরার প্রজাপতি অন্যমনে
উড়ে এলে দূর কান্তার-কাননে।
পাখা ভরা মাখা তোমাদের ফুল-ধরা ফাঁদে,
ঠোঁটে আলো চোখে কালো-কলঙ্কী চাঁদ!
কালো দিয়ে করি তোমাদের আলো উজ্জ্বল-
দেশ পেলাম
জনগণের মুক্তি হল না
কত সরকার গেল
কত সরকার এল
জনগন মানকার চিপায়
শান্তি সুখের উল্লাসে
মুখে হাসি আর নয়নে কাজল!!!