এতো পোষাকের বাহার
এতো বাপের বাহার
এতো ক্ষমতার বাহার
এতো বিনা ভোটের সরকারের বাহার
এতো খাম্বা উন্নয়নের বাহার
এতো রাষ্ট্রীয় প্রতিষঠানে দলীয়করণের বাহার।।
চারিদিকে বাপের ছবি
নিজেরা বাপকে মেরে
আজ বাপের নামে
নানা দস্যু দেবতার পূজা
বাপের নামে মহালুট
মহাপ্রকলপে উন্নয়ন
নামে নামে হরিলুটের বাহার।।
রাষ্ট্রের কাজে বিদেশে যাওয়া
মনে হয় বনভোজন পা-টিতে
সবাইকে আমন্ত্রণ
পাতি,হাতি, গরু,ছাগল
পাঠা,ভেড়ার মত
রামছাগল নেতা আমলা
রাষ্ট্রের সম্পদ লুন্ঠনে
নগ্ন প্রতিযোগিতার বাহার
বাপ কন্যারদের মহান আদশ
কিছু কিছু ভক্ত দেয়
নানা কমের্ বাহারে পরিচয়ে
সত্যি মহাহরিলুটের রাজত্ব
আজ বাংলাদেশে।।