এতো চেতনা
এতো উন্নয়ন বাহাদুরি
এতো দাদা
এতো স্বামী
এতো সহযোগী
এতো দেশ উদ্ধার
আজও শুধু মুখে।।
ব্যবধান এতো ব্যবধান
মুখে নয়
নেতার মুখ
না থাকলে
ভিক্ষা করতে
তারা পারত না।
নেতার টাকা
সুইডিশ ব্যাংকে
কানাডার বেগমপাড়ায়
কাতারে,দুবাইয়ে
কথায় কাজে ব্যবধান।।
ভোটের অধিকার
সাম্য,ন্যায়বিচার,
জাতীয় অধিকার
নাই জন্যই
মোরা পাকিস্তান শাসন
মুক্ত হলুম।
আজও দেখলুম
সমাজে, রাষ্ট্রে
বৈষম্য, কথার ফুলছড়ি
আমেরিকার, কানাডা,সিঙগাপুর
বাঁশ ভাঙার স্বপন দেখায়
বার বার
এতো রক্ত
এতো ত্যাগ
তবুও ব্যবধান
কমাতে আজও
মোরা পারলুম না।।