বিবেক আজ কোথায়
সিগারেটে ক্ষতি হয়
সিগারেটের প্যাকেটে
লেখা থাকে
নানা রোগের কারন
তবুও মানুষ করছে সেবন।।
মদের গায়ে লেখা
সেবনে নানা
রোগের কারন
তবুও মানুষ করে পান
শুনে না বারন।।
সিগারেটে ক্যানসার
মদে নষ্ট লিভার
তবুও মানুষের
সেবনে বাহানা বার বার
সুদে জীবন নষ্ট
তবুও সুদ আড়ষ্ট
দিন দিন
হচ্ছে কুদিন
সুদে মহাজানরা
টাকার কুমির হয়রে।।
ঘুষ আজ নয় অপরাধ
বারতি কামায়,
মামার বাড়ির আবদার
সিগারেট,মদ,সুদ,ঘুষ
আত্মহত্যার হাতিয়ার
সবাই হই সাবধান
বয়কট করার নব আহবান।।
আত্মহত্যা মহাপাপ
সিগারেট, মদ,সুদ,ঘুষ ছাড়
নিজে বাঁচি
সবাইকে বাঁচায়।।