আত্মকথন ১
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)
##
বলতে পার তোমরা
সেই কবে থেকে
আবার সেই কবে থেকে জ্বলছি
জ্ব’লে জ্ব’লে নিভে গেছি ব’লে
কখনও তোমরা দেখতে পাও নি।
##
কখন থেকে দাঁড়িয়ে রয়েছি
দাঁড়িয়ে দাঁড়িয়ে মিনারের মতো
ভেঙে পড়েছি ব’লে
তোমরা লক্ষ্য করো নি।
##
কবে থেকে ডাকছি
ডাকতে ডাকতে মোর স্বরতন্ত্রি
ছিঁড়ে বোবা হয়ে গেছি ব’লে
তোমরা শুনতে পাও নি।
##
মনে পড়ে তোমাদের
সেই কবে থেকে ফুটে আছি
ফুটে ফুটে শাখা থেকে ঝ’রে গেছি ব’লে
তোমরা কখনো তোলো নি।
##
কখন থেকে তাকিয়ে রয়েছি
তাকিয়ে তাকিয়ে অন্ধ হয়ে গেছি ব’লে
একবারো তোমরা আমাকে দেখি নি।
এখনও আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে
তবুও আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে।
##
তোমরা শুনলে অবাক হবে
এখনও আমার খাদ্যে আছে
বিষাক্ত অন্যদের আঙুলের দাগ,
আমার পানীয়তে আছে অন্যদের জীবাণু,
এখনও আমার বিশ্বাসের
ফরমালিনে অন্যদের ব্যাপক দূষণ।
##
এই বাংলার মাটিতে
আমি জন্মেছিলাম
আমি বেড়ে উঠেছিলাম
আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে।
##
সবার দেখে দেখে
আমি দাঁড়াতে শিখেছিলাম
অন্যদের মতো,
আমি হাঁটতে শিখেছিলাম
অন্যদের মতো
আমি পোশাক পরতে শিখেছিলাম
অন্যদের মতো ক’রে,
আমি চুল আঁচড়াতে শিখেছিলাম
অন্যদের মতো ক’রে
দিন শেষে বাঙালি
আমি মুসলিম, আমি মুসলিম।।