আশাবাদী মানুষ মোরা
মোঃ সোহাগ প্রামানিক (উত্তর পথিক)
.
শৈশবে মোদের
মাঝে মাঝে
মনে হত
কখন বড় হব
অনেক অনেক দায়িত্ব নেব
আশার পাখা ছেড়েনি
বিড়ালের লেজের মত
বাধেনি টিনের
ক্যানের মত অনেকটা
ম্যাচবাক্সে বন্দী করেনি
পোকাদের, পাখিদের
কিংবা আটকে রাখেনি
উইপোকাদের ।
কারন তারাও
আশায় আশায়।
কখন যে
বড় হয়ে উঠলাম,
অনেক কিছুই করা হল
মানবের কল্যানের তরে
আমি আজ
মৃত্যুশয্যার তবু্ও
আশায় আশায় ।
ভালবাসা ও আশার
সমুদ্র ও সূর্য নিয়ে,
এখনও ভয়ে ভয়ে।
মোবাইল ও কম্পিউটার,
পারমাণবিক চুল্লি ও স্যাটেলাইট নিয়ে।
মানব সভ্যতার কল্যানের চেয়ে
ধ্বংস করছি নিজেরায়
আমাকে যতই একটা কবিতা পাঠ করতে বল
আশার সাথে
হতাশা ও ধ্বংস দেখি।।
আল্লাহ তোমার দীদারের
তোমার মহব্বতের অপেক্ষায়
তোমার জান্নাতের অপেক্ষায়
একটু আশা
একটু আমল
এতটুকু মোদের সম্বল
তোমার আশার বানীতে
মোরা আশাবাদী
আমিন আমিন।।