আর নয়
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক৷ (উত্তর পথিক)
নিয়ত করেছি
আর কবিতা লেখব না
এই কবিতার পাতায় কখনও
আমি কারোও অধীন থাকতে
কখনও পারব না।
কিছু কিছু পরিবার
কিছু কিছু গোষ্ঠীর
সবসময় কারনে /অকারনে
জি জি জি হুজুর
বলতে পারব না।।
সত্যকে সত্য বলে
যদি বার বার কবিতা ব্যান হয়
আমার এমন সুখের আড্ডাখানা
কখনও দরকার নাই।।
আজ আলবিদা আলবিদা
কবি বন্ধুরা
আর দেখা হবে না
আর লিখব না কবিতা
কখনও এই পাতায়।।
আমিন আমিন আমিন।।