মাঠ গরমের নেতা
সংসদ কাঁপানো নেতা
ত্যাগী নেতা কোথায়???
১৯৭১ সালে
হাজার /একশো জনমের
নানা নেতার
মিথ্যা ওয়াদা ও কলঙ্কময় ভাষণে
ইতিহাস তাদের ক্ষমা করেনি
গুলি না হয়
অপমান মৃত্যু।।
দুই পাকিস্তান টিকে ছিল
ক্ষমতায় ২৩ বছর
আজ গজবরা
ভোট চুরি করে
ক্ষমতায় ১৫ বছর
নানা মিথ্যা ওয়াদা
নানা উন্নয়ন বুলি ছবকে
সত্যি অজস্র অজন
নানা স্যাংশন
দেশ ধ্বংস।।