নানা কোম্পানির নানা পন্যের
লোভনীয় অফার
কোম্পানির কোটি টাকার ব্যবসা হয
গ্রাহকরা হয় প্রতারিত সবসময়
টাক মাথায়
বার বার তেল
পথের মাস্তান
পথের নায়িকা গায়িকা
আজ শাসনে শোষণে
এক লাইন পড়তে
এক লাইন লিখতে
শাড়ি ভিজে বার বার
মোদের কানার সংসদে
আর কী দেখার বাকী মওলা।।
কিছু কিছু পাগল ভক্ত
বলে বলে গানে বারে বারে
এমন পাগল ছাগল দেশনেতা
ক্ষমতায় বার বার দরকার
তেল মারা
পাম মারা
পা টিপানো
মাথা টিপানো
পুকুরের মাছ
খাম্বা ব্রিজ কালভার্ট
দুনীতিতে ভরা
বড় বড় প্রকলপ
মটর সাইকেল
দামী বাড়ি
আজ বাংলাদেশের
বাপবেটির রাজনৈতিক শব্দ
আর কী দেখার বাকী মওলা ।