চারিদিকে এতো স্যাংশন
হাতি পাতি
শাসকের নানা রোগ
সাথে মনের অসুখ
ঔষধ দরকার
আর কী দেখার বাকী ।
আশে পাশের
অনেক দাদা ভাই
আর ওষুধ দেবে না
বলে দিয়েছে
নানা মায়াকান্নার অভিনয়ে
আর কী দেখার বাকী ।
মনে করেছিল
এমনি করে জনগণকে ঠকিয়ে
গজব সাইকো শাসকের
ক্ষমতা দখল
অন্যায়ভাবে ভোট চুরি করে
ক্ষমতার স্বাদ মৃত্যু অবধি
আর কী দেখার বাকী ।।