সকালবেলা চাঁদ দেখা
দুপুরবেলা ফজর নামাজ
কখনও কি হয়!!
সমাজ চলছে
উল্টো দিকে
যেখানে হওয়া উচিত
শাসকরা থাকবে
দিনরাত জনগণের সেবায়
তারা রাত কাটাবে কুড়েঘরে
দেখি আজব খেল
টাকা জনগণের পকেট থেকে
উন্নয়নের হাওয়ায়
বাস করে আজ
সুইডেনে,সিঙ্গাপুরে,কানাডার বেগমপাড়ায়
আর কী দেখার বাকী ।।
বাস্তব জীবনে
দেখি আমরা উলটো
কিছু কিছু বাপ বেটির শাসকরা
কেয়ামত পর্যন্ত ক্ষমতায়
যে কোনভাবে থাকতে চায়
আর কী দেখার বাকী ।
জনগণ এমনিতেই ভোট
দিতেই পারে না
তারা কষ্টে
সবসময় কষ্টে
বিদ্যুৎ নাই
কাম নাই
খাবার নাই
ঘর নাই
সরকার দেওয়া ঘর
সত্যি কুঁড়েঘর
আসল হাওয়া ভবন
বাতাসে কপোকাত
আর কী দেখার বাকী ।।
শাসকরা এসিরুমে
নানা বাণী
নানা ভাষণে
উন্নয়ন ছবকে
চারিদিকে খাম্বা বসিয়ে
উন্নয়ন চৌর কী দেখিয়ে
ভোট চায়
লজ্জা তাদের নাই
তারা মানুষ নয়
আর কী দেখার বাকী ।।