অপশাসনের পতন
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)
##
মিছিল আর মিছিল
দেশ বাঁচাতে
গনতন্ত্র জনতন্ত্র বাঁচাতে
জনতার অধিকার ফেরাতে
যে যে যেভাবে পারছে
জনগণকে ক্ষমতায়
সুশাসক নিবাচনে
বার বার
হামলা মামলা নিয়েও।।
##
পতন হবেই
আমি চাইলেও হবে
না চাইলেও হবে
ইনশাআল্লাহ,
আমি আমার ভাষা নিয়ে
মহামারী আর আগুনের মাঝখানে
এইসব বাকহীন পৃথিবীর সাথে বাস করি।
##
কোন কোন অপশাসকরা বলে
সবাই বাংলাদেশের জান্নাতে
আমি বেহেস্ত আর আপলের বাগানে
মা হাওয়া আর অভিশপ্ত গাছ আর ফলের
মালিকের মাঝখানে
প্রথম আনন্দ আর প্রথম হতাশা নিয়ে বাস করি।
##
আমি বাস করি মেঘ আর বিদ্যুতের মাঝখানে
একটি পাথরে -যেটি ক্রমশ বড় হয় আর
একটি পুস্তকে যেটি শিখিয়ে দেয়
অনেক মাফিয়া সরকার
মাফিয়া শাসক
ছলনাময়ী রাজনীতিবিদ
চেতনা ব্যবসায়িকরা
ইতিহাস কথা বলে
গোপনীয়তা আর পতনের কাহিনী
ইনশাল্লাহ রক্তে, অপমানে আর অপমানে।।