অবশেষে আল্লাহ তোমায়
মোঃ সোহাগ প্রামানিক (উত্তরের পথিক)
কল্পনায় তামাম দুনিয়া
ও পাহাড় গিরি
ঘুরে এসে
দিনশেষে নিরালায়
তোমায় আল্লাহ
মনে হয়।।
গন্তব্য একটাই জান্নাত
মধুর বাড়ি।
আমার সুদীর্ঘ জীবনের
সাকল্য যোগফল
ক্ষমার ও প্রেমের সহানুভূতি।।
বড় মহব্বত করে
তুমি আমার অফুরান জীবনের
ধারাবিবরণী শুনবে,
মনে গেঁথে রেখেছি।
এখন সারকথাটি বলি
অবশেষে সবসময় কামনায়
তোমার দীদার ও ভালোবাসায়
আমিন আমিন
কবুল কর মোনাজাত
অবশেষে শুধু তোমায় মওলা।।