যারা আমায় মেরে ফেলতে চায়
যারা আমায় মেরে ফেলতে চায়,
যাতে তোমায় আহত করে তারা;
আমার নানা কাজের ভেতর দিয়ে
সূক্ষ্ম জালের মতো
চুইয়ে যায় তাদের যতরকম বিষ,
আর তোমার ওপর বার বার
রেখে যায় পরত পরত জং, ঘুমহীনতা।
আমি কখনও চাই না, যে ঘৃণা গোপনে আমাকে অনুসরণ করে,
তা তোমার কপালের উন্মীল জ্যোৎস্নাকে ছায়াবৃত করুক, ভালবাসা,
চাই না কোনো ভিন বিদ্বেষ তোমাকে জোর করে ছুরির মুকুট পরাক,
কাঁটায় জড়াক না কখনও তোমার ফুরফুরে স্বপ্নগুলি।
যেখানেই যাই আমি,
আমার পেছনে থাকে তিক্ততার ছাপ,
যখন নদীর কাছে আসি,
তখনো আতঙ্কের ছায়া দেখি স্বচ্ছতোয়া জলে,
আমার গান শুনে অভিশাপ দেয়,
হিংসার দাঁতে দাঁত অবিরত ঘষা হাসি।
এ আঁধার তো জীবনেরই চেনা দান, প্রিয়তমা,
অশরীরী আলখাল্লা তাড়া করে আমাকে নিয়ত
কাকতাড়ুয়ার মতো -- বর্বর, লোলুপ মিটিমিটি হাসিতে।