আমার প্রেমের তুলনা
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)
তুমি তুলনা করে দেখো না
মোর আদুরী
আমি তোমার
অন্য ক্রামাতুর
প্রেমিকদের মতো না,
ও আমার প্রিয়া কাজল।।
বিশ্বাস কর একটু
অন্যে যদি
তোমাকে মেঘ দেয়
আমি দেই বৃষ্টি।।
বিশ্বাস কর অল্প
অন্যে যদি লণ্ঠন দেয়
আমি দেব চাঁদ।
একটু সচেতনে
একটু বিশ্বাসে
অন্যে যদি তরুশাখা দেয়
আমি দেব বৃক্ষসকল।
আর অন্যে যদি
তোমাকে জাহাজ দেয়
আমি তোমাকে ভ্রমণ দেব।
তবুও মানুষ আমি
অসীম ভালোবাসা মোর
চিরন্তন তোমার তরে।।