আমার মিষ্টি আব্বুটা
এশার আযানে ঘুমায়
আর খুবই ভোরে ভোরে ওঠে।।

ফজরে নানা শব্দে শব্দে
আলোকিত করে মোদের ঘর
এমন জান্নাতি সন্তানের জন্য
আললাহ তোমার শুকরিয়া
সবসময় বার বার।।