আমার বিশ্বাসের মৃত্যু হয়েছে
১৯৪৭ সালে
১৯৫২ সালে
১৯৭১ সালে।।

একটু শান্তি পেলুম ১৯৭৫ সালে
তাও একটু।
১৯৮১ রক্ত আর রক্ত
১৯৯১ একটু সরবতি
২০০৮ একটু সরবতি।।

কিছু তেলেসমাতি
কিছু কিছু বাবা গিরি / দাদাগিরি
একটু গনতন্ত্রের পথে
একটু উন্নয়নের পথে
অনেক বছর আগে
তোমাদের বিশ্বাস করেছিলুম
২০১৪
২০১৮
কী আজব খেল!!
দেখালে ডেডি কন্যা।।

বিশ্বাসের কফিন আর
লাগে না
মৃত মানুষ ভোট দেয়
আজ বিশ্বাস করি না
মীরজাফর নামের
গনতন্ত্রের লেবাসে
মানবতার জয়গানে অভিনয়ে অভিনয়ে
মানবতার মাতার ছদ্মনামে
গজব গজব
আর গজব।।
  
আমিন আমিন আমিন।