আললাহর ইচ্ছায় এসেছিলাম,
চির-বিদায় তার ইচ্ছায়,
শুধু জায়গা বদল বন্ধুরা,
যখন আমার মৃত্যু হবে,
চিরন্তন সত্য।
আমার কফিন যখন নিয়ে যাবে,
তুমি তখন এটা ভেবো না— আমি এ পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছি!
চোখ থেকে অশ্রু ফেলো না বার বার
মুষড়ে যেও না গভীর অবসাদে কিংবা দুঃখে
আমি পড়ে যাচ্ছি না কোন অন্তর্হীন গভীর ভয়ংকর কুয়ায়!
কারন আমার পর তোমারও পালা,
অপেক্ষায় থেকে,
দেখবে যখন আমার মৃতদেহ নিয়ে যাচ্ছে,
তুমি কেঁদো না- আমি কোথাও যাচ্ছি না,
আমি কেবল পৌঁছে যাচ্ছি অনন্ত প্রেমে,
আল্লাহ তোমার দিওয়ানায়
আল্লাহ মালুম।।
মানুষ যখন আমাকে কবরে শোয়াবে,
বিদায় বলো না আমাকে! কবর কেবল একটা পর্দা মাত্র,
এটা পেরোলেই স্বর্গ।
আল্লাহ মালুম,
তুমি কেবল দেখেছো আমাকে কবরে নামতে,
এখন দেখো আমি জেগে উঠছি!
কিভাবে এটার শেষ হয় সেখানে,
যখন সূর্য অস্তাচলে যায় কিংবা চাঁদ ডুবে?
এটা মনে হবে এখানেই শেষ,
অথচ এটা অনেকটা সূর্য উঠার মত,
এটা বরং শিশির ভেজা ভোরবেলা,
যখনই কবর ঢেকে দেয়া হবে,
ঠিক তখনই তোমার আত্মা আবার মুক্ত হবে।
তুমি কি কখনো দেখছো—
একটা বীজ মাটিতে রোপন করা হয়েছে,
কিন্তু নতুনভাবে জন্মায়নি?
তাহলে তুমি কেন সন্দেহ করো!
মানুষ নামের একটা বীজ জাগবে না?
চোখের পানি জমিয়ে রেখো
মহান আললাহর মহব্বতের আশায়।।
তুমি কি কখনো দেখেছো?
একটা বালতি কুয়ায় নামানো হয়েছে
অথচ এটা খালি ফিরে এসেছে?
তাহলে তুমি কেন আহাজারি করো!
একটা আত্মার জন্য কেন?
যখন এটা কুয়া থেকে উঠে আসে ইউসুফের মতো!
তুমি শেষবার নৈঃশব্দে ডুববে,
তোমার শব্দ ও আত্মা পৌঁছে যাবে এমন এক পৃথিবীতে,
যেখানে কোন স্থান নেই, সময় বলে কিছু নেই!
আল বিদায় বন্ধুরা।।