আমাদের পথ চলা
মোঃ সোহাগ প্রামানিক ( উত্তরের পথিক)
১)
বিপ্লবের দামামা বেজে উঠুক সবখানে
উচ্চে তোলো সারবন্দি অহংকারী সবনাশ মাথা
বিশ্বময় সব শহর ভাসিয়ে দেবো বানে
দ্বিতীয় মহাপ্রলয় আজ ছড়াবে সবখানে।
দিনের বাহন হেলে পড়েছে অতি
বৎসরের গরুর গাড়ি ঢিমে
গতি আমাদের সততা, শুধু গতি
হৃদয়গুলি দামামা সম্প্রতি।
২)
আমরা সোনার চেয়েও দামি, জানি
বুলেট যেন ভ্রমণ, বুকে বেঁধে না
গানে আমরা হয়েছি শস্ত্রপাণি
গলার সুরে সোনালি ঝনঝনা।
ধূসর মাঠ, আনো তোমার সবুজ
দিনের জন্য পথ বানাও ঘাসের
হে মানবতা, এবার নীলাকাশের
ঘোড়া ছোটাও বৎসরের, সঘন নিশ্বাসের।
৩)
তারায় ভরা আকাশ আজ ম্লান
ওদের ছাড়াই আমরা লিখি কবিতা ও গান।
শান্তির দাবি জানাই,
আমরা সবাই স্বর্গে জীবন্ত যেতে চাই!
চালাও মনের ফুর্তি!
মানবতার গান করো!
নব বিপ্লবের নব নব উৎসব!
বসন্ত ঋতু প্রত্যেক ধমনীতে,
হৃদয়ে এখন তোলো যুদ্ধের রব,
ধাতুর দামামা হৃদয়ের বৈভব,
আমিন আমিন।