প্রানের ও নয়নের সবচেয়ে আপন বন্ধুগন
বাংলার জাগ্রত বন্ধুগন
অল্প কথায় বাজিমাত
সময়ের জন্য অশেষ মোবারকবাদ
বাংলাদেশের আকাশের ধ্রবতারা
শাসনের সত্যি অমীয়ধারা।।
অল্প সময়ের সীমাহীন আলো
কিছু কিছু বেদনার আলো
ইতিহাস আজ পুতুলখেলা
দলীয় মতাদর্শের ছেলেখেলা
অল্প সময়ের ছিনিমিনি খেলা
কিছু কিছু বেদনা।।
কিছু কিছু আনমনা
অল্প সময়ের আলেয়া
এখনও সময় সম্ভবনাময়
নানা কীতন বন্ধ, তবেই সমাধান
অল্প সময়ে চামার,তোষামোদকারী
দালাল,ভন্ড,মহাচোর,অহংকারী।।
দিতেই হবে বনবাসী
না হয় ফাঁসি
বিচার তো বিচার
চেতনাধারী হোক বা
সবার পিতা হোক
আইনের শিকলে বাঁধা সবাই।।
অল্প সময়ের কবিতা
শেয়াল নয়
সিংহ হই
অল্প সময়ের কবিতা
বেদনা আসুক
তাতেই সুখ
আমিন আমিন আমিন।।