জনগণ বেকায়দায়
সব দলের ভাই
সবসময়  দাবী হায়
জনগণ নাকি
সবসময় তাদের হয়
তবে কেন
চুরি করে
পাতানো ফাঁদে নিবাচন।।

সরকারে আজীবন থাকার স্বপন
নানা রাজনৈতিবিদ বিনা ভোটের এমপিদের
পাগল ছাগল কথন
তেল মদন
হাজার বছরের গাজা বাবারে
মাজারে ঘনঘন যাতায়াত
বাপবেটি ভন্ড আদশ
আবার দেশটাকে
জাহান্নাম বানানোর সপ্ন।।


কেউ কেউ বলে,
দেশ চিনের হয়ে যাবে
দেশ ভারতের হয়ে যাবে
দেশ আমেরিকার হয়ে যাবে
দেশ রাশিয়ার হয়ে যাবে
দেশ আবার পাকিস্তান হয়ে যাবে
আমরা কারো গোলাম না
বাংলাদেশ কারো গোলাম না
ইবলিশ শাসককে বলছি,
সুষ্ঠু নির্বাচনের ব্যবসথা কর
দেশ,গনতন্ত্র, মানবাধিকার রক্ষা কর।।