গামেনটস শেষ!!
পাট শেষ আগেই!!
জনশক্তি রপ্তানির!!
নানান বিধিনিষেধে।।
বাংলাদেশের জমিনে
ডাইনি রাক্ষসী
চেহারা দেখলে
পাদ মারতে ইচ্ছে করে।।
কেউ কেউ
ফেরাউন হওয়ার স্বপনে!!!!
হাওয়ায় নাচতে নাচতে
বস্তা পঁচা বাপ দাদার কাহিনি!!!!
বেটির রাজত্বে
মায়া কান্না শুনে শুনে
সবার কান চোখ গেছে পঁচে।।
আজীবন মন্ত্রী থাকার স্বপনে!!!
মহাপ্রকল্প নামে হরিলুট
আজব নাম উন্নয়নে উন্নয়নে
নেপাল গেছে চীনের প্রকলপে!!!
শ্রীলংকাও গেছে তার সাথে!!!
মোদের দেশ
রাশিয়া, ভারত,চীনের
মেগাপ্রকল্পে দেশ রসাতলে!!!
হায়রে হায় ভাগ্য!!!
মাকিন ভয়ে ভয়ে
সাথে নাই
শাড়ি, লুঙ্গি, ধুতি!!!
ভারতদাদা রক্ষা কর
নইলে যাব বৃহস্পতি!!!