বাপ তসবীওয়ালারা
রক্ত, লাশ,
দেশ বিক্রির ফেরিওয়ালারা
আজ বিজয় হলেও
ইতিহাস ঘৃণায় ঘৃণায়।।

নদী,ক্ষেত, পাখিরা
রবে না চিরকাল
পৃথিবীর নিয়মে
মানবরাও তায়।

আঘাত আসে
গনতন্ত্রের শাসনে
মাফিয়ারা
জারজ সন্তানরা
কলকাঠি নাড়ায়।

রাত যতই
গভীর হয়
ভোর আসবেই
হতাশ হয়ো না
আললাহ হেফাজতকারী
রাজপথের আনদোলনকারীরা
সফল একদিন হবেই ইনশাআল্লাহ ।