আজও আকাশপানে
নিবিড়ভাবে চেয়ে থাকি
হতাশার আবাসস্থল থেকে
নিরাপত্তাহীনতার গহ্বর থেকে
গনতন্ত্রের কবরস্থান থেকে
আশা করি
সবুর করি
চেষ্টায় আছি
কখন আসবে সুদিন।
সিলেকশন খেলা
ইলেকশন নামে
আর চলবে কতদিন
বাপের নামে কেনাবেচা
চলবে কতদিন
মনরে সুদিন কি পাব!!!