জগৎ শেঠ ,উমি চাঁদ ,মীরজাফরা
বার বার জন্ম নেয়
সমাজের ক্ষতি
বার বার ধ্বংস দেয়
বাংলাদেশ আজ
নানা উপাধির
বাপবেটির সংসার
চারিদিকেএক পরিবার শাসন
অঘোষিত ভোটচোরের উৎসবের রুপকার।
ইবলিশ বাপবেটির আদেশে
শয়তান সরকারের চাপে
নানা দল
নিজে নিজে
জগৎ শেঠ হতে
মীরজাফর হতে
জাতীয় বেঈমান হতে
জাতীয় গাদদার হতে
কেন রাজি হচ্ছে
মনে হয় লোভে
কোটি কোটি তহবিল গড়তে
নমেনেশন পাওয়া
সবার স্বপন এমপি হওয়া।।