বার বার
জেলে নেও
ফাঁসি দেও
আমাদের মৃত্যু নাই।
আমরা ভয় করি না
যতই বুলেট মার
যতই মামলা কর
তোমাদের আছে
স্যাংশন আর ক্ষমতা
হারানোর ভয়।।
আমরা বাড়ি হারিয়েছি
চাকরির হারিয়েছি
গনতন্ত্র হারিয়েছি
আমরা হারাধন
তবে মোরা নিঃস্ব নয়।
দেশ বিপদে
গনতন্ত্র নেই
মাফিয়া সরকার
ডাইনোসরদের বংশের সরকার
ফেরাউন হতে চায়।