নিবাচন কমিশনের
নতুন নতুন খবর
আজব কিছু খবর
যাদুর ঘোড়া কান্ডারীরা
চীন,ভারত, রাশিয়া
ছুটছে তারা
বিনা ভোটের চুরির সরকারকে
বার বার ক্ষমতায় রাখতে হবে
সাক্ষী কিন্তু জনগণ।।
বিনা ভোটের এমপিরা
আবার কাঁঠাল ভাঙার তালে তালে
বাকশাল, বিনা ভোট সরকার
তারা সত্যি
মুসোলিনি, হিটলার
জনগণের আজন্ম ঘৃণার।।
একাওরের ঘটনা দেখ
ভাসানী,মুজিব,ইয়াহিয়া, ভুট্টো
সত্যি ইতিহাস পড়
সব পরিষ্কার হবেই
এখনকার নিবাচন কমিশন
সব সব এলোমেলো
মনে হবে
কে কে মীরজাফর??
কে কে জগৎ শেঠ??