শীত মনে হয়
পড়ে গেল
কারো কারো আনন্দ
কারো কারো আসন্ন বিপদ।।
অধিকাংশ মধবিওের
পায়ের নিচে মাটি নাই
মানুষেরা গেরামমুখী হচ্ছে
শহরের খরচ
জীবনযাপনে হিমশিম।
আনন্দের অনুভূতির
বেদনার শোকযাপনের
দিন মনে হয় শেষ
সামনে নিবাচন বাংলাদেশে
কেউ কেউ বলে
নিবাচন হবে না
ক্ষমতায় আবারও
মহিলা পীর
গজব শয়তান বেটি।